প্রিমিয়াম উডেন বক্স
————————
এই প্যাকেজে ৩ মিলি করে ১০ টি আলাদা সুগন্ধি আছে….
ফ্লেভার গুলো হচ্ছে –
১. সিলভার প্রিমিয়াম
আমাদের দেশে জনপ্রিয় একটি আতর সিলভার প্রিমিয়াম, সামান্য মিষ্টি ও ঠান্ডা ঘ্রানযুক্ত আতরটি যে কারোর রিদয়ে স্হান পাওয়ার যোগ্য। পারফিউম টাইপ আতর টি বোতলের ছিপি খুললে হবে নাহ কাপরে মাখতে হবে কিছু সময় অপেক্ষা করতে হবে তারপরই টের পাবেন এর আসল সৌন্দর্য।
সিম্পলের মধ্যে গর্জিয়াস বলতে পারেন।
২. আল্ফ জোহরা
শতভাগ আরাবিয়ান টাইপ আতর। ব্যাবহারের প্রতিটি মুহুর্ত পবিত্রার সুবাসে সুবাসিত অনুভুতি ফিল করবেন। জুমুআর নামাজ, ধর্মীয় অনুষ্ঠান ও প্রতিদিন ইউজের জন্য পারফেক্ট।
৩. কুল ওয়াটার
ঠান্ডা-মিষ্টি সুগন্ধি যুক্ত কুল ওয়াটার রিফ্রেশমেন্ট দিবে সব সময়। পারফিউম প্রেমিদের অন্যতম ভালবাসার আতরের নাম কুল ওয়াটার। নাক দিয়ে টান দিলে মনে হয় অন্তরটা শিতল হয়ে গেছে। তাছাড়া যে কোন পরিস্থিতিতে আপানাকে দিবে চনমনে রিফ্রেশমেন্ট ভাব।
৪. জোপি
যদি প্রশ্ন করেন পারফিউম টাইপের শুধু মাত্র একটি আতরের নাম বলেন।কোন রকম সংকোচ ছারাই বলে দেয়া যাবে জোপির নাম। লক্ষ টাকার আতর বললে কোন ভুল হবে নাহ, ইয়াং ভাই দের জন্য বেস্ট একটি পারফিউম আতর।
৫. কস্তরি
পৃথিবীর বিখ্যাত সব আতরের উপরের সারিতে আছে কস্তরি।
কস্তরি সাধারণত হালকা ডার্ক, আম্বেরি,স্লাইথলি অউদি ইন্সেন্সি,ল্যাদরি,এ্যারোমেটিক লিটল সুইট ও স্পাইসি আতর।
বদ্ধ করে আতরটির সুগন্ধি মোহ মোহ করবে।
লং-লাষ্টিং এর কথা কি বলবো কাপর ওয়াস করার পরও কস্তরির সুগন্ধি বজায় থাকবে ইন শা আল্লাহ।
৬. ফেরারি ব্লাক
এতদিন ব্রান্ডের অ্যালকোহলিক পারফিউম এ ডুবে থাকা ভাই রা যদি নন_অ্যালকোহলিক সিনথেটিক পারফিউম অয়েলে আগ্রহী হন তাদের জন্য প্রথম অফার থাকবে ফেরারি ব্লাক। করপারেট লাইফে ইউজের জন্য পারফেক্ট। কেউ বুঝতেই পারলো নাহ যে আপনি সল্প মুল্যের আতর ব্যবহার করেছেন।
৭. ডি লাভ
সিম্পল স্নিগ্ধ ফ্রেশ একটা নোট পাবেন। পারফেক্ট নমনীয় একটি ফ্লেবার। তবে যাদের শ্যাম্পু বা সাবানের ঘ্রান পছন্দ নাহ তারা এটিকে এরিয়া যাবেন। চমৎকার ফ্লেভার _ তাতে কোন সন্দেহ নাই।
৮. বাখুর
বাখুর সাধারণত গাছের ছোট ছোট টুকরো। আরব বিশ্বে খুবই জনপ্রিয় এই বাখুর। এই বাখুর টুকরো গুলো মুলত রেসিন, চন্দন সহ বিভিন্ন অর্গানিক ইনগ্রেইডয়েন্ট ভিজিয়ে ভিন্ন সুগন্ধি তেরি করা হয়।
এই টুকরো গুলো ট্রেডিশনাল পদ্ধতিতে কয়লা দিয়ে পুরিয়ে মিষ্টি ঘ্রাণ যুক্ত ধোঁয়া তৈরি হয়।
সৌদি আরব সহ মিডল ইষ্টে খুবই জনপ্রিয় এই বাখুর।
আমাদের উপমহাদেশে বাখুর আতর খুবই জনপ্রিয়
আমাদের কালেকশনে আছে সেনথেটিক মিষ্টি ঘ্রাণ যুক্ত বাখুর,যা নিমিষেই আপনাকে মুগ্ধ করবে।
৯. হোয়াইট উদ
হোয়াইট উদ একটি প্রিমিয়াম কোয়ালিটি এ্যালকোহেল ফ্রী সেনথিটিক আতর।
মিডিয়াম রেঞ্জ এর লং লাস্টিং এক সুগন্ধি। সব উদ করা হলেও হোয়াইট উদ ততটা করা ফ্লেবার নয়।
পারফিউম ঘরনার এই আতরটি যে কোন পরিবেশ এ ব্যাবহার উপযোগী। আলেম উলামা ও প্রাক্টিসিং মুসলিম ভাই দের কাছে জনপ্রিয় ও পছন্দনীয় একটি আতর।
১০. ইনফিনিটি কুল
মিষ্টি টাইপের এই আতরটি যে কারো পছন্দ হবে ইন শা আল্লাহ। স্নিগ্ধ ও কোমল একটা নোট পাবেন তবে মৃদু হওয়ার কারনে লংজিভিটি কম পাবেন।
° ডিভাইসের ব্রাইটনেস, পাত্রের ম্যাটারিয়েলস ও সাইজ অনুযায়ী আতরের কালারের কিছুটা পার্থক্য হতে পারে।
Reviews
There are no reviews yet.